তারেক রহমান শুধু দুর্নীতি নয়, বিএনপির অধঃপতনের মহা নায়ক

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০২:৫৮ পিএম, ১৯ এপ্রিল ২০২১ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

বিএনপির বর্তমান অধঃপতনের অন্যতম নাটের গুরু হিসেবে তারেক রহমানকে দায়ী করছেন দলের নীতি নির্ধারণী ফোরামের অনেক সদস্য। বেগম খালেদা জিয়ার নিকট তারেক রহমান সম্পর্কে নেতারা তাদের অসন্তুষ্টির কথা জানিয়েছেন বলেও জানা গেছে।

এপ্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, তারেক রহমানের রাজনৈতিক ফিলোসফি নিয়ে দিস্তা দিস্তা কাগজে চার-পাঁচ আঙ্গুল মোটা বই লেখা হয়েছে। আমি তার রাজনৈতিক ফিলোসফি চার-পাঁচ লাইনে সামারি করতে পারি। প্রত্যেক মানুষের চিন্তার তিনটা লেভেল আছে। ১. ক্রিটিক্যাল। ২. কমন সেন্স। ৩. আন ক্রিটিক্যাল বা খারাপভাবে বলতে গেলে ‘নির্বোধ’। মূলত তারেক রহমান একটা নির্বোধ। তার নির্বুদ্ধিতার জন্য দলের আজ এই বেহাল দশা। আমার মতে রাজনীতি ছেড়ে দেওয়ায় হবে তারেক রহমানের নির্বুদ্ধিতার একমাত্র প্রায়শ্চিত্ত।

নীতি নির্ধারণী ফোরামের আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, খালেদা জিয়াকে দল থেকে মাইনাস করতেই তারেক রহমান সর্বদা কোনো না কোনো ফন্দি বের করায় মত্ত থাকেন। তার কাছে দলের চেয়ে ক্ষমতা বড়। মূলত তারেক রহমানের পাতানো খেলাতেই দলের আজ নড়বড়ে অবস্থা। নেতাকর্মীরা একজন আরেকজনকে বিশ্বাস করতে পারছেন না। কারণ তারেক নিজের নিয়ন্ত্রণে দলকে পরিচালিত করতে আলাদাভাবে গ্রুপিং সৃষ্টি করেছেন। যা দলের ভেতরকার বিভেদ আরো তীব্র করেছে।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জীবনে আর রাজনীতি না করার মুচলেকা দিয়ে তারেক রহমান চিকিৎসা সেবা নিতে প্যারোলে মুক্তি পান। অথচ এখন তিনি বিএনপির নিয়ন্ত্রণ নিতে নিজের মাকে নিয়েও ষড়যন্ত্র করছেন। যা ইতোমধ্যেই আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বিএনপির বর্তমান অধঃপতনের অন্যতম নাটের গুরু যে তারেক রহমান এ নিয়ে আর কোনো সন্দেহের অবকাশ নেই।