অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে দুর্গাপুরে

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৯:৪২ এএম, ১৯ এপ্রিল ২০২১ সোমবার

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দূর্গাপুরে পৌরনগরীতে এস বি রক্তদান ফাউন্ডেশন এর উদ্যোগে পথচারী এবং গরীব-দুঃখীদের জন্য মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচির আয়োজন শুরু করা হয়েছে।

সপ্তাহব্যপি কর্মসুচীর মধ্যে রোববার বিকেলে পৌর শহরের বিভিন্ন এলাকায় এ ইফতার বিতরণ করা হয়।

এ কর্মসূচির প্রতিষ্ঠাতা সৈকত সরকার বলেন, বর্তমান লকডাউনের সময়ে গরীব-দুঃখী ও ছিন্নমূল মানুষদের অস্বচ্ছলতার মধ্যে জীবন-যাপন করছে।

এস বি রক্তদান ফাউন্ডেশন এর পক্ষ থেকে আমাদের নিজস্ব অর্থায়নে এই দুঃসময়ে আমাদের সীমিত কর্মসূচির মাধ্যমে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে প্রায় ৫০ জনের মধ্যে এক সপ্তাহের ইফতার বিতরণ করার উদ্দ্যেগ গ্রহন করেছি।

এছাড়াও বিনামুল্যে শিক্ষা সামগ্রী বিতরণ, ক্যান্সার আক্রান্ত রোগিকে রক্তদান, শীতবস্ত্র বিতরণ সহ আর্থিক সহায়তা করা হয়েছে।

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, এস বি রক্তদান ফাউন্ডেশনের সদস্য, মো. এমদাদুল হক, মোহাম্মদ আলী, মো. জুনাঈদ প্রমুখ।