দুর্ঘটনা এড়াতে নৌযানের নিয়ম-কানুন মেনে চলতে আহ্বান

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ১১:৪১ এএম, ৮ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার

নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

দুর্ঘটনা এড়াতে নৌযানের গতি নিয়ন্ত্রণসহ অন্যান্য নিয়ম-কানুন মেনে চলতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বুধবার নৌ নিরাপত্তা সপ্তাহ ২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।

নৌপ্রতিমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জের শীতলক্ষ্যাসহ বিভিন্ন নদীতে করা সেতুর কারণে আরো নৌ দুর্ঘটনা ঘটতে পারে। এমনিতেই অনেক সরু নৌপথ রয়েছে। এর ওপর যদি কম দূরত্বে সেতুর পিলার থাকে, তবে সেটি নৌপথকে আরো সরু করে দেয়। যা হয়তো ভবিষ্যৎ অনেক দুর্ঘটনার কারণ হতে পারে। এ জন্য সংশ্লিষ্টদের নৌযানের গতি নিয়ন্ত্রণসহ অন্যান্য নিয়ম-কানুন মেনে চলতে হবে।

সচিবালয়ে নৌমন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংক্রান্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর এ জেড এম জালাল উদ্দিনের সভাপতিত্ব অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হন- নৌমন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি বীর ও মুক্তিযোদ্ধা মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক ও বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুল আলম চৌধুরী।

সভাকক্ষে উপস্থিত ছিলেন- নৌসচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, লঞ্চ মালিকদের সংগঠন অভ্যন্তরীণ নৌচলাচল সংস্থার (যা-প) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দীন বীরবিক্রম প্রমুখ।