চুলের সুরক্ষায় ঘরেই তৈরি করুন কন্ডিশনার

লাইফস্টাইল ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০২:৩৩ পিএম, ২২ মার্চ ২০২১ সোমবার

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চুলের যত্নে শ্যাম্পুর পর অনেকেই কন্ডিশনার ব্যবহার করে থাকেন। বিশেষ করে রুক্ষ চুলের যত্নে শ্যাম্পু খুবই উপকারী। এছাড়াও গরমে চুলে নানান সমস্যা দেখা দেয়। তাইতো চুলের সুরক্ষায় কন্ডিশনার ব্যবহার করা জরুরি।

তবে বাজার থেকে না কিনে আপনি নিজেই প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করতে পারেন কন্ডিশনার। যা আপনার চুলের জন্য অধিক স্বাস্থ্যকর হবে। রূপচর্চা বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে কন্ডিশনার তৈরির পদ্ধতিটি এখানে তুলে ধরা হলো-

যা যা লাগবে

৮ টেবিল চামচ অ্যালোভেরা জেল, ৫ টেবিল চামচ গোলাপ জল, ৩ টেবিল চামচ খাঁটি নারকেল তেল, একটা ভিটামিন ই ক্যাপ্সুল, ৭ ফোঁটা জেসমিন এসেন্সিয়াল তেল।

তৈরি পদ্ধতি

সব উপাদান ব্লেন্ড করে ঘন পেস্ট তৈরি করে নিন। ব্যস, তৈরি হয়ে গেলো কন্ডিশনার। চুল শ্যাম্পু করার পর এটি নির্দ্বিধায় কন্ডিশনার হিসেবে ব্যবহার করা যাবে।

নিয়মিত যে শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করা হয় সেগুলো ব্যবহারের পর চুল ভেজা অবস্থায় এই মিশ্রণ ব্যবহার করতে হবে। চুল যদি বেশি রুক্ষ হয়ে থাকে তাহলে এটা চুল শুকানোর পরেও ব্যবহার করতে পারেন।

এই কন্ডিশনার ব্যবহারের উপকারিতা

>> এই প্রাকৃতিক উপাদান চুলের আগা ফাটা সমস্যা দূর করতে সাহায্য করে

>> এর ব্যবহারে চুলের রুক্ষতা দূর হয়।

>> এছাড়াও গরমে চুল সহজেই নিয়ন্ত্রণ করা যায়।