ত্রিশালে ৪ কিলোমিটার সড়ক নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠান

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০২:৩৮ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ধর্ম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ মাওলনা রুহুল আমিন মাদানী বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ফলে বঙ্গবন্ধুর বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উচুঁ করে দাড়িয়েছে।

২৩ ফেব্রুয়ারি সোমবার ত্রিশাল উপজেলার ১১নং মোক্ষপুর ইউনিয়নের জয়নাতলী ভায়া খোলাবাড়ী প্রায় ৪ কিলোমিটার সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাফেজ মাওলনা রুহুল আমিন মাদানী বলেন, ত্রিশাল উপজেলার রাস্তা- ঘাট, মসজিদ, মাদরাসা, মন্দিরসহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের কাজ হাতে নেওয়া হয়েছে। অনেক কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে,অনেক কাজ চলছে,কিছু প্রক্রিয়াধীন।

উন্নয়নের অংশীদার হওয়ার আহবান জানিয়ে সাংসদ মাদানী আরো বলেন, উন্নয়ন কর্মকান্ড চলছে, চলবে ইনশাল্লাহ। তবে এসব উন্নয়ন রক্ষা করতে সংশ্লিষ্ট এলাকাবাসীকে দেখে রাখতে হবে। নতুন নতুন সড়ক নির্মাণ করলে হবে না, নির্মাণের পর এসব সড়কগুলো যেন নষ্ট না হয়ে যায়, সেদিকে সকলের নজর দিতে হবে।

পূর্ব কৈতরবাড়ী-জৈনাতলী দাখিল মাদরাসা মাঠে ৩কোটি ৩২লক্ষ টাকা ব্যায়ে নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজিত জনসভায় সভাপতিত্বে করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আশরাফ আলী বাদশা।

এ সময় উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হামিদুর রহমান, আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন,মোকছেদুল আলম, আব্দুল হক সরকার,ছাত্রনেতা মনির,মানোয়ার প্রমুখ।