ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

কারিগরি শিক্ষাবোর্ড পরীক্ষার মূল্যায়ন প্রক্রিয়া চূড়ান্ত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:২৯, ১৯ অক্টোবর ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীন ডিপ্লোমা পর্যায়ের পরীক্ষার মূল্যায়ন প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগ।

এতে বলা হয়, কারিগরি শিক্ষাবোর্ডের অধীন ডিপ্লোমা পরীক্ষার প্রশ্নপত্রে দেওয়া নম্বরের ৫০ শতাংশ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এবং সব বিষয়ে তিন ঘণ্টার পরীক্ষা দুই ঘণ্টা এবং দুই ঘণ্টার পরীক্ষা দেড় ঘণ্টায় নেওয়া হবে। প্রতিটি বিষয়ে পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে দিগুন করে ফলাফল নির্ধারণ করা হবে।

অন্যদিকে, আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। এবছর সংক্ষিপ্ত সিলেবাসের ওপরে পরীক্ষার সময়, পূর্ণমান নম্বর ও প্রশ্ন কমিয়ে পরীক্ষা নেওয়া হবে। এরইমধ্যে সারাদেশের পরীক্ষা কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। পরীক্ষার সব প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। এখন শুধু নির্ধারিত দিনে পরীক্ষা শুরুর অপেক্ষায় শিক্ষা বোর্ডগুলো।

সর্বশেষ
জনপ্রিয়