বাইক দিয়ে ঈদে ভ্রমণে করণীয়
ভ্রমণ ডেস্ক

সংগৃহীত
কয়েকদিন পরই ঈদুল ফিতর। অনেকেই ছুটছেন বাড়ির দিকে। অনেকের মোটরসাইকেল তথা বাইক রয়েছে। তারা ঈদে বাইক নিয়ে বাড়ি যাওয়ার কিংবা কোথাও ভ্রমণের কথা চিন্তা করছেন, আপনাদের কিছু বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত। তাই ঈদের ছুটিতে রাস্তায় বাইক নিয়ে চলাচলে রইল কিছু টিপস—
১. অতিরিক্ত গতিতে বড় গাড়ি ওভারটেক করবেন না।
২. সবাই তাড়াহুড়ার মাঝে থাকবে সুতরাং সচেতন থাকবেন।
৩. ওভারটেক করার সময় হর্ন বা সিগন্যাল দিন।
৪. ড্রাইভার বা হেলপার সিগন্যাল দেওয়ার পর ওভারটেক করুন।
৫. বড় গাড়ির একদম পেছনে থাকবেন না। এতে চালক বা হেলপার আপনাকে দেখতে পান না।
৬. হুট করে ডানে-বামে যাবেন না। নির্দিষ্ট লেনে বাইক চালান।
৭. দাঁড়ানো বড় গাড়ির একদম পেছনে দাঁড়াবেন না।
৮. বড় গাড়ি সামনে যাওয়ার সময় পেছনে যায়। সুতরাং একটু জায়গা নিয়ে দাঁড়াবেন।
৯. অতিরিক্ত ব্যাগ বহন করবেন না। এতে ব্যালেন্স হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
১০. সব সময় চেষ্টা করবেন নিজের কাঁধ ফ্রি রেখে বাইক চালাতে।
১১. দূরের রাস্তায় যাওয়ার আগে অবশ্যই বাইক ভালো করে চেকআপ করে নেবেন।
১২. সব সময় মাথা ঠান্ডা রেখে বাইক চালাবেন।
১৩. বাইক চালানো অবস্থায় মোবাইল ফোনে কথা বলবেন না।
১৪. অবশ্যই মাথায় হেলমেট ব্যবহার করতে হবে।
১৫. বাইক চালানোর সময় বাইক আরোহী ফুল পিপিই পরা থাকবেন।
১৬. ঘুম ঘুম চোখে বাইক চালানো ঠিক হবে না।
সাবধানে বাইক চালাবেন। কখনো না ফেরার চেয়ে একটু দেরিতে ফেরা অনেক ভালো। মনে রাখবেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। মাথা ঠান্ডা রেখে রাস্তায় বের হোন।
সূত্র: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, ভাঙ্গা, ফরিদপুর।
- দর্শনীয় স্থান: উত্তরার দিয়াবাড়ি
- বান্দরবানের মুনলাই পাড়া: দেশের সুন্দরতম গ্রাম
- সাজেক ভ্যালি: মেঘের ভেলায় এক স্বর্গীয় রাজ্য
- নেপালে ভ্রমণের শীর্ষ ১০ স্থান
- দর্শনীয় স্থান: মাধবপুর লেক
- ৫০ দিনে যেভাবে বদলে গেল কক্সবাজার সমুদ্র সৈকত
- দর্শনীয় স্থান: নোয়াখালীর নিঝুম দ্বীপ
- আমাজন জঙ্গল রহস্য ঘেরা এক মহাবিস্ময়
- দর্শনীয় স্থান: কেরানীগঞ্জের সাউথ টাউন
- নিলাদ্রি লেক: এ যেন বাংলাদেশের ‘কাশ্মীর’