আফসোস নেই হৃদয়ের
নিউজ ডেস্ক

আফসোস নেই হৃদয়ের
বাংলাদেশের কোনো ব্যাটারই ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি করতে পারেননি। হাফ সেঞ্চুরিই ছিল শুধু নাসির হোসেন ও ফরহাদ রেজার।তাওহিদ হৃদয়কে তাই হাতছানি দিয়ে ডাকছিল বেশ কিছু রেকর্ড। তাওহিদ এখানে হতে পারতেন দেশে প্রথম।
এর চেয়েও বড় সুযোগ ছিল তার সামনে। পাঁচ নম্বরে খেলতে নেমে পুরো বিশ্বেই কেউ সেঞ্চুরি করতে পারেননি অভিষেকে, তাওহিদ হতেন প্রথম। কেবল ৮ রানের জন্য পারেননি সেটিও। গ্রাহাম হিউমের বলে বোল্ড হন তিনি ৮৫ বলে ৯২ রান করে।
সেঞ্চুরি করার আফসোস কি আছে? সংবাদ সম্মেলনের শুরুতেই প্রশ্নটি শুনে তিনি বলছিলেন, ‘আমি শুরুতে আউট হতে পারতাম। যেটা হয়েছে সেটা আলহামদুলিল্লাহ। যেটা হয়েছে শুকরিয়া।’ পরে আবারও একই প্রশ্নের জবাবে বলেছেন, ‘এটা হয়তো রিজিকে ছিল। ভবিষ্যতে হবে ইনশাআল্লাহ।’
‘আসলেই কোনো আক্ষেপ নেই। অভিষেকে এত রান—সেটিও চিন্তা করি। ভবিষ্যতে যাদের অভিষেক হবে তাদের জন্য শুভকামনা, তারা যেন আরও ভালো করে।’
কখন হৃদয়ের বদলে যাওয়ার শুরু? তিনি বলছিলেন, ‘শেষের আগের বিপিএল খারাপ খেলার পর থেকেই। তখন থেকেই চিন্তা করেছিলাম, বদলানো দরকার। অনুশীলন থেকে শুরু করে মানসিক চিন্তা-ভাবনা, সবখানেই চেষ্টা করেছি—যতটুকু বদলানো যায়।’
- ঢাকা ম্যারাথনের রেজিস্ট্রেশন শুরু
- ক্রীড়াঙ্গনে বঙ্গবন্ধু
- ঈদের আগেই ১৬শ ক্রিকেটারকে আর্থিক সহায়তা দেবে বিসিবি
- বলিভিয়াকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
- শেষ হলো শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা প্রতিযোগিতা
- বলে-কয়ে ২৭০ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছিলেন দ্রাবিড়!
- জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হচ্ছেন আব্দুর রাজ্জাক!
- আইপিএল দেখা যাবে ১২০ দেশে, বাদ চীন ও পাকিস্তান
- লিভারপুলকে শিরোপা না দেয়া হবে অবিচার
- অবশেষে বার্সার সঙ্গে চুক্তি নবায়ন করছেন মেসি!