ইসলাম ছেলেদের লম্বা চুল রাখা বিষয়ে কি বলে?
ধর্ম ডেস্ক

প্রতীকী ছবি
ফ্যাশন-সচেতন তরুণেরা এখন অনেকেই লম্বা চুলের স্টাইল পছন্দ করছেন। ছেলেদের লম্বা চুল মানেই যেন বোহিমিয়ান ভাব, চিটচিটে ময়লা চুলে একটা ঝুঁটি করে রাখা। এ ধরনের চুল রাখলে সমাজের অনেকেই কটাক্ষ করা থাকে।
অনেকের প্রশ্ন, ছেলেরা চুল কতটুকু বড় রাখতে পারবে? প্রথমেই বলে রাখা ভালো, অনেকেই লম্বা চুলকে বাবরি চুল বলে থাকেন। তবে বাবরি চুল বলতে কিছুই নেই ইসলামে। এটা সমাজে প্রচলিত হয়ে গেছে, কিন্তু এর কোনো ভিত্তি নেই।
রাসুল (সা.)-এর সময়কালে ছেলেরা তিন ধরনের চুল রাখতো। এগুলো হলো—লিম্মা, জুম্মা আর ওফরা। এর মধ্যে একটি হলো কান বরাবর, আরেকটি তার চেয়ে ছোট করে, আর ওফরা হলো কাঁধ বরাবর।
কেউ যদি কাঁধ বরাবর রাখতে চান, সেটা হারাম বা নিষিদ্ধ নয়। এটি জায়েজ আছে। নিজের সমাজের প্রচলিত নিয়ম অনুযায়ী রাখাটাই উচিত।
- জুমার দিনে যে দোয়া কবুল হয়
- কোরআন শিক্ষা ও তেলাওয়াতের ফজিলত
- ইসলাম ছেলেদের লম্বা চুল রাখা বিষয়ে কি বলে?
- ‘নফসের খাহেশাত থেকে নিজকে বাচানোর উপায়’
- যেভাবে বিশ্বনবী সাহায্য লাভের জন্য দোয়া করতে বলেছেন
- লাইলাতুল কদর তালাশ করুন...
যে রাতের আমল ৮৩ বছর চার মাসের সমান - দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকার আমল
- মানুষের ধ্বংস ডেকে আনে গোপন পাপ
- কেয়ামত ঘনিয়ে আসছে, বোঝা যাবে এসব আলামতে
- পবিত্র আখেরি চাহার সোম্বা ১৪ অক্টোবর