কবিতা: অনিমেষই বাংলাদেশ ও মধ্যরাতের পরে
খান মুহাম্মদ রুমেল

ছবি: সংগৃহীত
অনিমেষই বাংলাদেশ
জ্বলছে পীরগঞ্জ মাঝিপাড়া
জ্বলছে নোয়াখালী কুমিল্লা
জ্বলছে বাংলাদেশের হৃদয়!
শ্যামল বাতাস ভরা নদীটাকে—
আজ মনে হয় নরকের দুয়ার।
স্তব্ধ সিঁদুরের কৌটা—পড়ে আছে বেসামাল।
সন্তান কোলে বসে আছে আরতিবালা—
ভয় নিয়ে চোখে নির্বাক দিশেহারা!
মন্দিরে দিয়েছে আগুন, দিয়েছে বসত ঘরে
ধর্মান্ধ অসুরের কুটিল চ্যালা।
তবুও
আমার বন্ধু অনিমেষ কোথাও যাবে না—
এ মাটি পবিত্র মাটি ছেড়ে!
অনিমেষ যেতে পারে না—
এই রক্তস্নাত শ্যামলে তার অধিকার সমান।
যতই মারো, যতই পোড়াও—
অনিমেষ-আরতিবালাই বাংলাদেশ!
****
মধ্যরাতের পরে...
এক চিলতে জানালায় বিশাল এক চাঁদ
ঝলকে দিয়েছিল চোখজোড়া আমার
গতকাল মধ্যরাতের পরের প্রহরে!
পাশ ফিরে শুতে শুতে পড়ছিল মনে
তোমার কথা, চাঁদটা কি দেখছো তুমি?
অতল ঘুমে হারিয়ে গেলাম এরপর
ঘুম ভেঙে দেখি ঝলমলে সূর্য!
ঝকঝকে আকাশে সেই থেকে খুঁজছি
রুপার থালা চাঁদ এবং তোমাকে!
পাইনি কোথাও, পাচ্ছি না একেবারেই।
তুমি কি আসবে আবার রাতের ’পরে!
অপেক্ষায় অপেক্ষায় কাটছে দিন...
বিলাসী এমন ভাবনার কালে—
পুড়লো যে ধর্মঘর আমার বন্ধু অনিমেষের।
মধ্যরাতের পরে আতঙ্কনীল প্রহরে—
লেলিহান আগুনশিখায় পুড়লো বসত!
তারপরেও
কোন সাহসে তোমায় আমি বলি—
ভালোবাসার কথা?
আমাকে ধিক্কার দাও প্রিয়তমা
ব্যর্থ কাপুরুষ আমি!
- ভয় নয়, কাজ দিয়ে করোনা জয়
- কবিতা: চলে যাওয়া মানে প্রস্থান নয়
- একটা স্কুল মাঠের গল্প
- ‘অদম্য বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশের রূপকল্প’
- যুদ্ধ ও শৈশব: বিজয়ের ইতিহাস
- বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৬তম জন্মদিন আজ
- আমরা সবাই আসলে মাটির সন্তান (And of Clay Are We Created)
- নিউইয়র্ক বাংলা বইমেলার উদ্বোধন আজ
- কবি শামসুর রাহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- নাজমুল হুদার সম্পাদনায় ‘আমার বঙ্গবন্ধু-প্রেম ও প্রেরণায়’