নাশকতা মামলায় মামুনুল হকের জামিন আবেদনে নামঞ্জুর
নিউজ ডেস্ক

মামুনুল হক
নাশকতার অভিযোগে রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা মামলায় মাওলানা মামুনুল হকের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১৪ এর বিচারক ফাতিমা ইমরোজ ক্ষণিকার আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে আসামি মামুনুল হকের পক্ষে তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন।
এদিন এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য ধার্য ছিল। এজন্য মামুনুল হককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। কিন্তু কোনো সাক্ষী আদালতে উপস্থিত হননি। এজন্য আদালত আগামী ১৩ মার্চ সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন।
২০১৫ সালের ১৪ জানুয়ারি মিরপুর মডেল থানাধীন মধ্য পীরেরবাগে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় মিরপুর মডেল থানার এএসআই খন্দকার রাজিব আহমেদ বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৫ সালের ৩১ মার্চ মাওলানা মামুনুল হকসহ ৬৫ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন মিরপুর মডেল থানার এসআই মো. রফিকুল ইসলাম। ২০১৭ সালের ২৮ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।
- পাঁচ মাস পর খুলেছে উচ্চ আদালত
- সুপ্রিম কোর্টের চলতি বছরের অবকাশকালীন ছুটি বাতিল
- নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে শুধু জামিন শুনানি
- পাপুলকে ২১ দিন কুয়েতের কারাগারে রাখার নির্দেশ
- আজ কারাগার থেকে মুক্তি পাবেন আরো ৩৮৫ বন্দি
- স্বল্প সুদে দীর্ঘমেয়াদি ঋণ পাবেন আইনজীবীরা
- ভার্চুয়াল কোর্ট: বিচার ব্যবস্থায় যুগান্তকারী পদক্ষেপ
- পানির দাম বাড়ানোর নিষেধাজ্ঞা চেয়ে রিট
- বিজিবির ১১৯ মুক্তিযোদ্ধার গেজেট বাতিলের প্রজ্ঞাপন স্থগিত
- স্কুল-কলেজে শিক্ষার্থীদের কাছ থেকে বেতন আদায় স্থগিত চেয়ে রিট