বিপিএলে দুর্দান্ত নাসির, প্রধান নির্বাচকের ইতিবাচক ইঙ্গিত
নিউজ ডেস্ক

নাসির হোসেন
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম্যান্স করছেন নাসির হোসেন। নিজের সামর্থ্যের জানান দিচ্ছেন ঢাকা ডমিনেটরসের হয়ে। ধারাবাহিকভাবে পারফরম্যান্স করে আলোচনায় এসেছেন এই ক্রিকেটার।
নাসিরের এমন পারফর্ম্যান্স দেখে অনেকেই তাকে জাতীয় দলে নেয়ার জোর দাবি তুলেছেন। এবার নাসিরের দলে ফেরার ব্যাপারে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কাছ থেকেও ইতিবাচক মন্তব্য পাওয়া গেলো।
বিপিএলে এবার ঢাকা ডমিনেটরসের অধিনায়ক হিসেবে খেলছেন নাসির। এখন পর্যন্ত পাঁচ ইনিংসে ব্যাট করে ৭১.৬৬ গড়ে করেছেন ২১৫ রান। প্রতি ম্যাচেই ত্রিশের বেশি রান এসেছে তার ব্যাট থেকে। শুধু ব্যাট হাতে নয়, বল হাতেও ৭ উইকেট দখল করেছেন এই অলরাউন্ডার।
নাসিরের এমন পারফরম্যান্সে আবারো ফিরবেন কিনা, এমন প্রশ্নের জবাবে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানান, ধারাবাহিকভাবে পারফরম্যান্স করতে পারলে নাসিরকে অবশ্যই বিবেচনা করবে বোর্ড।
তিনি বলেন, ‘নাসির অনেক দিন পর এসেছে। ভালো খেলছে, ওকে আগে খেলতে দেন। থিতু হতে হবে একজন খেলোয়াড়কে। অনেক দিন পর এসে পারফরম্যান্স করা বিরাট ব্যাপার। ধারাবাহিকভাবে এই প্রসেসে ভালো করলে তাকে অবশ্যই চিন্তা করা হবে।’
জাতীয় দলের এক সময় নিয়মিত মুখ ছিলেন নাসির। জাতীয় দল থেকে বাদ পড়ার আগে তিন সংস্করণ মিলিয়ে খেলেছেন ১১৫টি ম্যাচ। এরমধ্যে ১৯টি টেস্ট, ৬৫টি ওয়ানডে ও ৩১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই অলরাউন্ডার।
- ঢাকা ম্যারাথনের রেজিস্ট্রেশন শুরু
- ক্রীড়াঙ্গনে বঙ্গবন্ধু
- ঈদের আগেই ১৬শ ক্রিকেটারকে আর্থিক সহায়তা দেবে বিসিবি
- শেষ হলো শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা প্রতিযোগিতা
- বলিভিয়াকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
- বলে-কয়ে ২৭০ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছিলেন দ্রাবিড়!
- জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হচ্ছেন আব্দুর রাজ্জাক!
- আইপিএল দেখা যাবে ১২০ দেশে, বাদ চীন ও পাকিস্তান
- অবশেষে বার্সার সঙ্গে চুক্তি নবায়ন করছেন মেসি!
- লিভারপুলকে শিরোপা না দেয়া হবে অবিচার