গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দিতেই হবে : নৌপ্রতিমন্ত্রী
নিউজ ডেস্ক

নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী
নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী বলেছেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি শাসকগোষ্ঠী নিরীহ বাঙালির ওপর নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল। সেই ভয়ঙ্কর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দিতেই হবে। এজন্য সবাইকে আরো সোচ্চার হতে হবে।
গতকাল শনিবার দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমিতে ‘২৫ মার্চ গণহত্যা দিবস’-এর আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
নৌপ্রতিমন্ত্রী বলেন, বাংলাকে বিরাণভূমি বানাতে পাকিস্তানি শাসকগোষ্ঠী অপারেশন সার্চলাইটের মাধ্যমে অসংখ্য নিরীহ-নিরস্ত্র মানুষকে হত্যা করেছিল। তাদের গণহত্যার খবর পাওয়ামাত্রই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। বীর বাঙালি বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে দীর্ঘ ৯ মাস মুক্তিযুদ্ধ করে বিজয়ী হয়েছে।
তিনি আরো বলেন, পৃথিবীর ইতিহাসে এত বড় গণহত্যা আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে পারিনি। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ২১ বছর জিয়া, খালেদা জিয়ারা সেই গণহত্যাকে ধামাচাপা দিয়ে রেখেছিল, আমাদের সেই ইতিহাসকে আবার সমগ্র বিশ্বের সামনে তুলে ধরতে হবে। মানবতার বিরুদ্ধে এত বড় অপরাধ যেন জাতিসংঘ স্বীকৃতি দেয়- সেজন্য সবাইকে আরো সোচ্চার হতে হবে।
খালিদ মাহ্মুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত করেছি। বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে নতুন প্রজন্ম সামনের দিকে পথ চলছে। আমরা বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করেছি; ৭১-এর অপরাধীদের বিচার করেছি। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত করেছি। উন্নত দেশের টার্গট নির্ধারণ করেছি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার বাংলার মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করেছে। দেশের অর্থনীতি সমগ্র পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে। আমরা দারিদ্র্যকে জয় করেছি। এখন বাংলাদেশের এগিয়ে যাওয়া নিয়ে আরো গবেষণা করতে হবে। উন্নয়নের চূড়ায় উঠে দেশবিরোধীদের সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন- দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলতাফুজ্জামান মিতা, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সদর উপজেলা চেয়ারম্যান এমদাদ সরকার প্রমুখ।
- বঙ্গবন্ধুর সাথে ছোট বেলার স্মরণীয় মধুর স্মৃতি
- অ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদার এক অনুপম দৃষ্টান্ত: মুরাদ হাসান
- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে আওয়ামী লীগের কর্মসূচি
- কৃষিকে যান্ত্রিকীকরণের উদ্যোগ নিয়েছে সরকার
- প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন আজ
- ভারতের নতুন হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বাংলাদেশে
- বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ হবে বাংলাদেশে, দৈর্ঘ্য ২৫০ কি.মি.
- বাংলাদেশের স্বাস্থ্য খাতের সাফল্য বিশ্ব দরবারে
- কৃষিপণ্য কেনাবেচার অনলাইন প্ল্যাটফর্ম ‘ফুড ফর ন্যাশন’ উদ্বোধন করে
- হযরত মুহাম্মদ (সা.) এর শিক্ষা সমগ্র মানব জাতির জন্য অনুসরণীয়: রাষ্ট্রপতি