বাংলাদেশকে ৮৬০ কোটি টাকা দিচ্ছে এডিবি
নিউজ ডেস্ক

করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে ৮৬০ কোটি টাকা অনুদান দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড ইমার্জেন্সি অ্যাসিসটেন্স প্রকল্পের আওতায় এ অনুদান দেয়া হচ্ছে।
বৃহস্পতিবার এ অর্থ অনুমোদন করা হয়েছে বলে নিশ্চিত করেছে এডিবির ঢাকা অফিস। এই প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে এক হাজার ৪০০ কোটি টাকা।
জানা গেছে, এরমধ্যে নিজেদের থেকে ১০ কোটি ডলার অনুদান দেবে এডিবি। আর প্রতি ডলার ৮৬ টাকা ধরলে বাংলাদেশি মুদ্রায় এই অর্থ প্রায় ৮৬০ কোটি টাকা দাঁড়ায়।
এছাড়া বাকি অর্থ সরকারি কোষাগার থেকে দেয়া হবে। প্রকল্পটি জরুরি ভিত্তিতে প্রস্তুত করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এরইমধ্যে প্রকল্পের সার-সংক্ষেপ বিশেষ ব্যবস্থা পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে।
এই প্রকল্পের আওতায় করোনাভাইরাস মোকাবিলায় সাড়ে তিন হাজার ডাক্তার ও নার্সকে এ সংক্রান্ত বিষয়ে আধুনিক প্রশিক্ষণ দেয়া হবে। এমনকি স্টাফদেরও প্রশিক্ষণ দেয়া হবে। পাশাপাশি যেসব হাসপাতালে করোনা চিকিৎসা দেয়া হচ্ছে, সেখানে প্রয়োজনীয় সংখ্যাক ভেন্টিলেটর স্থাপন করা হবে। পাশাপাশি ১৭টি মেডিকেল কলেজ হাসপাতালে ১৭টি আইসোলেশন, ক্রিটিক্যাল কেয়ার ইউনিটসহ ১৯টি ল্যাবকে উন্নীতকরণ করা হবে।
এডিবির ভাইস প্রেসিডেন্ট সিকসিন চেন বলেন, বাংলাদেশের এই কঠিন সময়ে পাশে রয়েছে এডিবি। এই প্রকল্পটি জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় স্বাস্থ্য সরঞ্জাম, চিকিৎসাসেবা সরবরাহ, ডায়াগনস্টিক সিস্টেম সরবরাহ এবং স্বাস্থ্যকর্মীদের দক্ষতা উন্নীতকরণের মাধ্যমে সহায়তা করবে।
- প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় করোনায়ও সচল অর্থনীতি
- ডিএসইর লেনদেন সাড়ে ১১শ কোটি টাকা ছাড়াল
- ১১শ` কোটি টাকা ব্যয়ে কেনা হচ্ছে রেলের নতুন বগি ও ইঞ্জিন
- দেশেই বাজাজের অটোরিকশা তৈরি করবে রানার
- বাংলাদেশকে ৮৬০ কোটি টাকা দিচ্ছে এডিবি
- সম্ভাবনাময় ই-কমার্স ॥ অর্থনীতি ঘুরে দাঁড়াতে সক্ষম হবে
- আরেকটি নতুন মাইলফলকের পথে রিজার্ভ
- এবারের বাণিজ্য মেলা হতে পারে অনলাইনে
- পুঁজিবাজারে লেনদেন ১০ মে চালু
- পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন