হবিগঞ্জে মাত্র ১৩০ টাকায় ৪৪ জনের পুলিশে চাকরি
নিউজ ডেস্ক

ছবি: সংগৃহীত
হবিগঞ্জে মাত্র ১৩০ টাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরি পেয়েছেন ৪৪ জন। তাদের মধ্যে পুরুষ ৩৭ ও নারী আছেন ৭ জন। জেলা পুলিশ লাইন্সে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন পুলিশ সুপার এসএম মুরাদ আলী। এর আগে ১ হাজার ৭৬০ জন আবেদনকারীর মধ্য থেকে শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে ৪৪ জনকে চূড়ান্ত নিয়োগ দেওয়া হয়।
কোনো প্রকার ঘুষ-দালালি ছাড়া পুলিশে চাকরি পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন চাকরিপ্রত্যাশীরা। ৪৪ জনের মধ্যে মেধা তালিকায় দ্বিতীয় হয়েছেন ইমদাদুল ইসলাম সাগর। তিনি বলেন, পুলিশ সম্পর্কে আমার ভুল ধারণা ছিল। মানুষের মুখে শুনতাম টাকা ছাড়া পুলিশে চাকরি হয় না। ১৩০ টাকায় চাকরি পেয়ে সেই ধারণা এখন পাল্টে গেছে।
চুনারুঘাট উপজেলার আমু চা-বাগানের শ্রমিক দুর্গেশ মুন্ডার মেয়ে অনামিকা মুন্ডা। চাকরি পাওয়ার অনুভূতি জানিয়ে তিনি বলেন, আমার বাবা কৃষক ও মা চা-শ্রমিক। অভাবের সংসারে আমাদের তিন বোনকে পড়াশোনা করাতে মা-বাবা অনেক কষ্ট করেছেন। পুলিশে চাকরি পাওয়া আমার কাছে স্বপ্নের মতো ছিল। সে স্বপ্ন পূরণ হয়েছে। এখন পরিবার নিয়ে কিছুটা ভালো থাকতে পারব।
ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সদস্য ও সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল, মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এ.বি.এম মোজাহিদুল ইসলাম, হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চকমা প্রমুখ।
- ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ইউএনও ভালুকার সালমা
- “ময়মনসিংহে অনলাইন নার্সারির ই-কমার্স সম্ভাবনা”
- সাবরাং ট্যুরিজম পার্ক নির্মাণে ২ হাজার কোটি টাকার বিনিয়োগ
- মিঠামইনে ‘প্রেসিডেন্ট রিসোর্ট’ এর ভিত্তি প্রস্তর স্থাপন
- ক্রেতা-বিক্রেতায় মুখর ভৈরবের মাছ বাজার
- লক্ষ্মীপুরে উদ্বোধন করা হয়েছে শেখ রাসেল দেয়ালিকা
- ময়মনসিংহ বোর্ডের প্রথম এসএসসি পরীক্ষায় পাশ ৮০.১৩ শতাংশ
- দুর্গাপুর
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা যোদ্ধারা নমুনা সংগ্রহ করছেন - পতিতালয়ের শিশুরা যাবে স্কুলে, থাকবে আবাসিক হোটেলে
- রাজীবপুরে কৃষি অধিদপ্তরের উদ্যোগে কৃষক কৃষাণী প্রশিক্ষণের আয়োজন