সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো ‘কাঁচা বাদাম’ গান
সোশ্যাল মিডিয়া ডেস্ক

ছবি: সংগৃহীত
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ‘কাঁচা বাদাম’ শিরোনামের একটি গান। গানটি একজন ফেরিওয়ালার। গানটিতে ছন্দে ছন্দে বিভিন্ন জিনিসপত্রের বিনিময়ে কাঁচা বাদাম লেনদেনের কথা বলা হয়েছে। গানটি যার কণ্ঠে গাওয়া হয়েছে তিনি একজন ফেরিওয়ালা। গ্রামে সাইকেল নিয়ে তাকে ঘুরতে দেখা যায়।
মূলত তিনি বিভিন্ন বাড়ি থেকে মোবাইলের কেসিং বা সিটি গোল্ড এর পুরাতন গহনার পরিবর্তে টাকা অথবা কাঁচা বাদাম বিনিময় করছেন।
গানের ভিডিওতে দেখা যায়, যারা তার কাছে কোনো কিছু বিনিময় করতে যাচ্ছেন তখন ক্রেতাদের উদ্দেশ্যে তিনি বলছেন যে, তার কাছে কোনো ‘ভাজা বাদাম' পাওয়া যাচ্ছে না। তিনি শুধু কাঁচা বাদামের বিনিময়ে বিভিন্ন জিনিস আদান-প্রদান করে থাকেন। কাঁচা বাদামটাই যেন তার কাছে জরুরি বিষয়।
তার গানটির কথা অনেকটা এমন-
'হাতের বালা, পায়ের চুরি, সিটি গোল্ডের চেন
দিয়ে যাবেন। আজি সমান সমান বাদাম পাবেন
বাদাম বাদাম দাদা বাদাম বাদাম,
বাদাম আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম।
আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম।
আছে কাঁচা বাদাম... '
- গ্রীষ্মের সকালে হঠাৎ শিশির-কুয়াশা!
- সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো ‘কাঁচা বাদাম’ গান
- মাংস ছেড়ে ঘাস চিবিয়ে খাচ্ছে বাঘ, ভিডিও ভাইরাল
- পিরামিডের সামনে ‘আপত্তিকর’ ফটোশুট, এ যেন ক্লিওপেট্রা
- এবার ঈদ বাজার কাঁপাবে ‘করোনা থ্রি-পিস’
- আবার আলোচিত সাংবাদিককে খাবার দেয়া শরণার্থী শিশুর সেই ছবি
- পদ্মায় জেলেদের জালে ধরা পড়লো বিরল প্রজাতির ডলফিন
- চট্টগ্রামে বাবা-ছেলের জীবন সংগ্রাম
- `ইঞ্জিনিয়ার` পাখির বাসা দেখে মুগ্ধ নেটিজেনরা
- হাজার বছর ধরে গভীর চিন্তায় মগ্ন `থিঙ্কিং ট্রি`