ঢাকা, বুধবার   ১৮ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ২ ১৪৩১

সিলেটে র‍্যাবের জালে ধরা পড়লেন আওয়ামী লীগ নেতা ফখরুল আহমদ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৪, ৪ সেপ্টেম্বর ২০২৪  

সিলেটে র‍্যাবের জালে ধরা পড়লেন আওয়ামী লীগ নেতা ফখরুল আহমদ

সিলেটে র‍্যাবের জালে ধরা পড়লেন আওয়ামী লীগ নেতা ফখরুল আহমদ

বৈষম্যবিরোধী আন্দোলনে নাশকতা সৃষ্টিকারী সিলেটের বিশ্বনাথ থানা আওয়ামী লীগের নেতা ও দেওকলস ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আহমদ মতছিনকে (৫০) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।বুধবার (০৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিশ্বনাথ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফখরুল আহমদ দেওকলস ইউনিয়নের মৃত আছকির আলীর ছেলে। তিনি একই ইউনিয়নের চেয়ারম্যান ও বিশ্বনাথ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. মশিহুর রহমান সোহেল।

র‌্যাব জানায়, ২১ আগস্ট আদালতে করা মামলার (বিশ্বনাথ থানার এফআইআর নং-১২/৭৮) আসামি তিনি। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত আছে।

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়