শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা দখল করে খামার বিএনপি নেতার
নিউজ ডেস্ক

ছবি: সংগৃহীত
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার চিংড়াখালীর তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ, পুকুর ও শ্রেণিকক্ষ দখল করে নিয়েছে স্থানীয় এক প্রভাবশালী বিএনপি নেতা। একই কমপ্লেক্সের মধ্যে রয়েছে চিংড়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়, চিংড়াখালি সিনিয়র মাদরাসা ও নূরানী কিন্ডারগার্টেন।
অভিযোগ উঠেছে, কাঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল জলিল মিয়াজি এসব জায়গা দখল করে গাছপালা লাগিয়েছেন এবং হাঁস, মুরগী ও গবাদি পশুর খামার গড়ে তুলেছেন। কেউ এসবের প্রতিবাদ করলে তাকে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৪৩ সালে চিংড়াখালী প্রাথমিক বিদ্যালয় এবং সংলগ্ন সিনিয়র মাদরাসা ও মিঞাজি মাজার প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে সেখানে প্রতিষ্ঠিত হয় নূরানী কিন্ডারগার্টেন, এতিমখানা, হাফিজিয়া মাদরাসা ও লিল্লাহ বোর্ডিং।
বর্তমানে এসব প্রতিষ্ঠানে সাড়ে সাতশ শিক্ষার্থী রয়েছে। বিএনপি নেতা মো. আবদুল জলিল মিঞাজী বছর খানেক আগে বিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন খেলার মাঠ ও জমি দখল করে গরু-ছাগল ও হাঁস-মুরগির খামার করেছেন।
সস্প্রতি তিনি নূরানী কিন্ডারগার্টেনের দুটি শ্রেণিকক্ষ টিনের বেড়া দিয়ে এবং অফিস কক্ষ তালা দিয়ে নিজ দখলে নিয়েছেন। এছাড়া সিনিয়র মাদরাসা সংলগ্ন ঈদগাহ মাঠ ও পুকুর জাল দিয়ে আটকে দিয়ে গাছ লাগিয়েছেন।
তবে জলিল মিঞাজী ঢাকায় অবস্থান করায় এ ব্যাপারে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
কাঁঠালিয়া চিংড়াখালী সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. রুহুল আমীন হাওলাদার এ সমস্যার সুষ্ঠু সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
এ ব্যাপারে কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার জানান, বিষয়টি তিনি শুনেছেন এবং ইতোমধ্যে ভূমি কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিয়েছেন। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
- ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ইউএনও ভালুকার সালমা
- “ময়মনসিংহে অনলাইন নার্সারির ই-কমার্স সম্ভাবনা”
- সাবরাং ট্যুরিজম পার্ক নির্মাণে ২ হাজার কোটি টাকার বিনিয়োগ
- মিঠামইনে ‘প্রেসিডেন্ট রিসোর্ট’ এর ভিত্তি প্রস্তর স্থাপন
- ক্রেতা-বিক্রেতায় মুখর ভৈরবের মাছ বাজার
- লক্ষ্মীপুরে উদ্বোধন করা হয়েছে শেখ রাসেল দেয়ালিকা
- ময়মনসিংহ বোর্ডের প্রথম এসএসসি পরীক্ষায় পাশ ৮০.১৩ শতাংশ
- দুর্গাপুর
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা যোদ্ধারা নমুনা সংগ্রহ করছেন - পতিতালয়ের শিশুরা যাবে স্কুলে, থাকবে আবাসিক হোটেলে
- রাজীবপুরে কৃষি অধিদপ্তরের উদ্যোগে কৃষক কৃষাণী প্রশিক্ষণের আয়োজন