রাজশাহীতে গণহত্যা জাদুঘরে মুক্তিযুদ্ধভিত্তিক সেমিনার
নিউজ ডেস্ক

সংগৃহীত
রাজশাহীতে গণহত্যা জাদুঘরে দিনব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) ‘হিস্টোরি ফরম বিলো: ম্যামোরিয়ালাইজেশন, ডিজিটালাইজেশন অ্যান্ড হিসট্রোগ্রাফি অব জেনোসাইড’ শীর্ষক এই সেমিনার হয়। এতে সভাপতিত্ব করেন হেরিটেজ আর্কাইভের প্রতিষ্ঠাতা ড. মো. মাহবুবর রহমান।
প্রথম অধিবেশনে মূল প্রবন্ধ পাঠ করেন গণহত্যা জাদুঘরের ট্রাস্টি সম্পাদক ড. চৌধুরী শহীদ কাদের। প্রাবন্ধিক গণহত্যার জন-ইতিহাসের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি গণহত্যার প্রচলিত ইতিহাস চর্চা ও পদ্ধতির দুর্বলতাগুলো তুলে ধরেন তিনি।
ড. চৌধুরী শহীদ কাদের বলেন, ইতোমধ্যে গণহত্যা জাদুঘর জেলা জরিপ, গণহত্যা নির্ঘণ্টের কাজ করেছে। এই কাজ এখনো চলমান। এর মাধ্যমে গণহত্যার যে ইতিহাস এতদিন মানুষের মনে লুকিয়ে ছিল, যা মূলধারার ইতিহাস গ্রন্থে ঠাই পায়নি সেটা ফুটে উঠছে। গণহত্যা সংঘটিত হওয়ার প্রায় ৫০ বছর পর এই কাজ দুরূহ। তবু জাদুঘরের প্রশিক্ষণপ্রাপ্ত গবেষকরা দেশের আনাচে-কানাচে ছড়িয়ে পড়ছে, তুলে আনছে সেই হৃদয়বিদারক দুঃখ গাঁথা।
প্রবন্ধের ওপর আলোচনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান ড. হাসিবুল আলম প্রধান। তিনি পাকিস্তানি গণহত্যাকারীদের বিচারের আওতায় নিয়ে আসার ওপর গুরুত্ব আরোপ করেন।
রাজশাহী বঙ্গবন্ধু কলেজের উপাধ্যক্ষ মো. কামরুজ্জামান বলেন, সরকার বদলের সঙ্গে সঙ্গে এখানে ইতিহাস বিকৃতি শুরু হয়। এটার বিরুদ্ধে সবাইকে সরব থাকতে হবে।
অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন ড. হোসনে আরা খানম, সহযোগী অধ্যাপক, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
আরও আলোচনা করেন- গবেষক এনামুল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাজ্জাদ বকুল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন, ক্রাফট অ্যান্ড হিস্ট্রি অব আর্টস বিভাগের অধ্যাপক সুভাষ চন্দ্র সুতার।
- ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ইউএনও ভালুকার সালমা
- “ময়মনসিংহে অনলাইন নার্সারির ই-কমার্স সম্ভাবনা”
- সাবরাং ট্যুরিজম পার্ক নির্মাণে ২ হাজার কোটি টাকার বিনিয়োগ
- মিঠামইনে ‘প্রেসিডেন্ট রিসোর্ট’ এর ভিত্তি প্রস্তর স্থাপন
- ক্রেতা-বিক্রেতায় মুখর ভৈরবের মাছ বাজার
- লক্ষ্মীপুরে উদ্বোধন করা হয়েছে শেখ রাসেল দেয়ালিকা
- ময়মনসিংহ বোর্ডের প্রথম এসএসসি পরীক্ষায় পাশ ৮০.১৩ শতাংশ
- দুর্গাপুর
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা যোদ্ধারা নমুনা সংগ্রহ করছেন - পতিতালয়ের শিশুরা যাবে স্কুলে, থাকবে আবাসিক হোটেলে
- রাজীবপুরে কৃষি অধিদপ্তরের উদ্যোগে কৃষক কৃষাণী প্রশিক্ষণের আয়োজন