মঙ্গলযাত্রার জন্য খুব শিগগিরই প্রস্তুত হচ্ছে স্টারশিপ
তথ্যপ্রযুক্তি ডেস্ক

ছবি: সংগৃহীত
পৃথিবীর বাইরের জগত নিয়ে মানুষের জল্পনা-কল্পনার শেষ নাই। এ নিয়ে অনেক আগে থেকেই চলছে গবেষণা। সেই ধারাবাহিকতায় এবার মঙ্গলযাত্রার জন্য খুব শিগগির মহাকাশযান স্টারশিপের প্রটোটাইপ উন্মোচন করবে স্পেসএক্স। পুনরায় ব্যবহারযোগ্য স্টারশিপে করে মঙ্গলগ্রহে একসঙ্গে ১০০ মানুষ পাঠানোর প্রকল্প হাতে নিয়েছে স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক।
মহাকাশ যানের ওপরের অংশটির নাম স্টারশিপ। এর হবে উচ্চতা ৫০ মিটার। নিচের অংশে থাকবে সুপার হ্যাভি বুস্টার নামের রকেট। মঙ্গলগ্রহে মানুষের বসতি স্থাপন করার পরিকল্পনা থেকেই মাস্কের এ প্রকল্প। তার মতে অন্য গ্রহের সঙ্গে সংঘর্ষে বা প্রাকৃতিক দুর্যোগে পৃথিবী থেকে প্রাণের অস্তিত্ব বিলীন হতে পারে।
যৌথভাবে মহাকাশ যান ও রকেটের উচ্চতা হবে ১২০ মিটার। মহাকাশে যাত্রা করার সময় সুপার হ্যাভিতে থাকবে ছয়টি র্যাপটর। ওপরে আর নিচে থাকবে চারটি পাখা। শুধু র্যাপটর তৈরিতে এক দশকেরও বেশি সময় লেগেছে। সুপার হেভি বুস্টার রকেটের ওজন হবে ৩ হাজার ৩৩০ টন। ওড়ার সময় স্টারশিপ ও সুপার হ্যাভি আলাদা হয়ে যাবে। সুপার হ্যাভি পৃথিবীতেই রয়ে যাবে। স্টারশিপ চলে যাবে মঙ্গলে। ফিরে আসবে ৯ মাস পর। প্রতিটি স্টারশিপে ৪০টি কেবিন থাকবে। প্রতিটি কেবিনে থাকবে ৩ জন। স্টারশিপের ভেতরে করে ১০০ টনের বেশি পণ্য ও ১০০ মানুষ কক্ষপথে পাঠানো সম্ভব হবে।
- ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনকের জন্মদিন
- বছরের ২য় চন্দ্রগ্রহন আজ
- চাকরি হারাচ্ছেন উবারের ২০ শতাংশ কর্মী
- শিক্ষার্থীদের বিনামূল্যে ইন্টারনেট দিচ্ছে টেলিটক
- এক দশক পর নতুন সংস্করণে উইকিপিডিয়া
- করোনায় মোবাইল সংযোগ কমলেও বাড়ছে ইন্টারনেট ব্যবহারকারী
- সাইবার অপরাধ ঠেকাতে আসছে স্বতন্ত্র থানা
- একসঙ্গে ৫০ জনের সাথে কথা বলা যাবে ফেসবুকে
- বেশ কিছু নতুন পণ্য আনলো মাইক্রোসফট
- সরকারি উদ্যোগে কোরবানির পশুর ডিজিটাল হাট