পুরোনো হিন্দি গানের তালে লাস্যময়ী কায়দায় নাচ করলেন যুবতী
নিউজ ডেস্ক
পুরোনো হিন্দি গানের তালে লাস্যময়ী কায়দায় নাচ করলেন যুবতী
আজকালকার দিনে সোশ্যাল মিডিয়া ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। আসলে ডিজিটাল দুনিয়াতে আট থেকে আশি সকলের কাছেই একদিকে যেমন মোবাইল ফোন রয়েছে ঠিক অন্যদিকে সকলেই ইন্টারনেট পরিষেবা ব্যবহার করে থাকে। এখন বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া। বিভিন্ন ধরনের ভিডিও বা ছবি মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় ভাইরাল হয়। এমনকি আজকাল তো অনেকেই সোশ্যাল মিডিয়ার দৌলতে বিভিন্ন উপায়ে অর্থ উপার্জন করে থাকেন। আজকের এই প্রতিবেদনে আপনাদের জন্য এনেছি এমনই এক নাচের ভাইরাল ভিডিও যা দেখে মুগ্ধ হবেন আপনি।
রিল ভিডিও ব্যাপক জনপ্রিয় হচ্ছে
সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ভিডিও ভাইরাল হয়ে থাকে। তবে জনপ্রিয়তার বিচার করলে এটা অবশ্যই বলা উচিত যে বেশিরভাগ সময় ভাইরাল হয় বিভিন্ন নাচের ভিডিও। আজকের এই প্রতিবেদনে এমনই এক ভিডিও নিয়ে এসেছি যেখানে দেখা গেছে এক যুবতী ব্যাপক কায়দায় নাচ করেছে। এমন ভিডিও দেখে আপনিও লজ্জা পেয়ে যাবেন।
নাচের রিল ভিডিওর বিবরণ
ভাইরাল ভিডিওতে দেখা গেছে এক যুবতী ব্যাপক কায়দায় নাচ করছেন। আসলে ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল হচ্ছে এক যুবতীর নাচের রিল ভিডিও। ওই যুবতী ঘরের মধ্যে পুরোনো হিন্দি গানের তালে কোমর দুলিয়ে নাচ করেছেন। বলিউডের জনপ্রিয় একটি গানের তালে রিল বানিয়েছেন ওই যুবতী। তাঁর পরনে হলুদ শাড়ি ও ডিজাইনার ব্লাউজ ছিল, যাতে তাঁকে খুবই সুন্দরী লাগছিল। সে শরীর দেখিয়ে নাচ করেছেন। নাচের তালে তিনি মিষ্টি এক্সপ্রেশন দিয়ে সকলের মন জয় করে নিয়েছেন। তাঁর এই ভিডিওটি এখন ইনস্টাগ্রামে ব্যাপক ভাইরাল হচ্ছে। প্রচুর মানুষ এই ভিডিওটি দেখেছেন ও ৫ হাজার মানুষ লাইক করেছেন। অনেকে ভিডিওতে কমেন্ট করে বলেছেন, ‘ক্রাশ‘। আবার অনেকে তাঁর সৌন্দর্য্যের প্রশংসা করে বলেছেন, ‘সো হট‘।
- ট্রেন্ডি ‘চুট্টমাল্লে‘ গানে আবেদনময়ী কায়দায় নাচ যুবতীর, নেটিজেনরা বলছেন, ‘বিউটি কুইন!‘
- কার্ভি ফিগার দেখিয়ে দেশি স্টাইলে নাচলেন নীলম গিরি
- ভোজপুরি গানে যুবতীর সাহসিকতায় উত্তপ্ত সোশ্যাল মিডিয়া
- টাইট স্যুটে নেচে বৃদ্ধদের ঘাম ঝরালেন তানিয়া ঠাকুর
- সাহসী স্টাইল দেখালেন স্বপ্না চৌধুরী, লোকেরা বলছেন- “স্বপ্না তখনও ছিল, এখনও আছে”
- ‘জোগি’ গানে কিলার স্টাইলে নাচলেন গোরি নাগোরি, ভাইরাল ভিডিও
- পরনে লেহেঙ্গা চোলি, বৃষ্টিতে ভিজে লাস্যময়ী কায়দায় নাচ পূজা ব্যানার্জির
- ছোট্ট মেয়ের অসাধারণ নাচ দেখে প্রসন্ন হল সকলের মন
- তামান্নার ‘আজ কি রাত‘ গানে উদ্দাম কায়দায় নাচ যুবতীর, ভাইরাল ভিডিও
- ট্রেন্ডি গানের তালে বেলি ড্যান্স সুন্দরী যুবতীর, নেটিজেনরা বললেন, ‘নাইস মুভ!‘