নতুন বছরে টুইটারে যুক্ত হলো নতুন ফিচার
নিউজ ডেস্ক

নতুন বছরে টুইটারে যুক্ত হলো নতুন ফিচার
নতুন বছরে টুইটারে যুক্ত হলো নতুন ফিচার ‘নেভিগেশন’। এর ফলে, নতুন বছরের প্রথমদিন থেকেই টুইটার ব্যবহারকারীরা আরো ভালো অভিজ্ঞতা পেতে শুরু করেছেন।
টুইটারের কর্ণধার ‘ইলন মাস্ক’ জানিয়েছেন টুইটার ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরো সুন্দর করার জন্য নতুন ফিচারটি আনা হয়েছে। এর ফলে টুইটারে নিজের পছন্দ ও বর্তমান ট্রেন্ড-টপিক সম্পর্কে জানতে পারবেন তারা।’
টুইটারের হোম পেজের একদম ওপরের ডানদিকের কোণায় দেখা যাবে একটি ‘তারা’ চিহ্ন। সেটা স্পর্শ করলেই পাল্টে যাবে ট্রেন্ড-টপিক। এছাড়া সহজেই ব্যবহারকারীরা ফিরে আসতে পারবেন পুরনো পছন্দেও।
মাস্ক আরো জানিয়েছেন, টুইটারের প্রস্তাবিত টুইট ও বিষয়গুলিকে আরো উন্নত করা হবে।
উল্লেখ্য, কয়েকদিন আগেই টুইটার নতুন আরো একটি ফিচার এনেছে। এতে ব্যবহারকারীরা তাদের টুইট কতজন দেখেছেন, তা দেখতে পারবেন। পাশাপাশি টুইটারে ফিরে এসেছে ব্লু সাবস্ক্রিপশনও।
- ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনকের জন্মদিন
- কম্পিউটারে বাংলা প্রচলনের ৩৫ বছর আজ
- এক দশক পর নতুন সংস্করণে উইকিপিডিয়া
- দেশে মোবাইল টাওয়ার থেকে মিলবে ফ্রি ওয়াইফাই
- বছরের ২য় চন্দ্রগ্রহন আজ
- সরকারি উদ্যোগে কোরবানির পশুর ডিজিটাল হাট
- পরিচয়পত্র পাবেন ফ্রিল্যান্সাররা
- শিক্ষার্থীদের বিনামূল্যে ইন্টারনেট দিচ্ছে টেলিটক
- চতুর্থ শিল্প বিপ্লবে যুবকদের দক্ষতায় জোর দেওয়া হচ্ছে: পলক
- সাইবার অপরাধ ঠেকাতে আসছে স্বতন্ত্র থানা