নখের রোগ অনাইকোমাইকোসিস
স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক

নখের রোগ অনাইকোমাইকোসিস
নখের অনেক নিজস্ব রোগ হয়। প্রথমেই যেটা হয়, খুব প্রচলিত অনাইকোমাইকোসিস। এটি ফাঙ্গাস দিয়ে হয়।
অনাইকোমাইকোসিস রোগের প্রথমে সাধারণত এর কোনো লক্ষণ থাকে না। তারপরে নখের রং বদলে যায়। রংটা একটু হলুদাভ হয়ে যায়। নখ পুরো হয়ে যায়। থাক থাক ভাব বা ফ্লেক আসতে পারে। পরবর্তীকালে যখন লক্ষণ প্রকাশ হয়, তখন রোগীর দৈনন্দিন শারীরিক কাজ ব্যাহত করে। অনাইকোমাইকোসিস যেহেতু এটা ছত্রাক, তাই টিপিক্যাল অ্যান্টিফাঙ্গাল ব্যবহার করার পরামর্শ দেন চিকিৎসকেরা। সেটা লোশন বা ক্রিম হতে পারে। পাশাপাশি মুখের অ্যান্টিফাঙ্গাল ওষুধ খেতে হয়। এই ওষুধ সাধারণত তিন মাস খেতে হয়। এক বছর পর্যন্ত ওষুধ সেবন করতে হতে পারে। সে জন্য ধৈর্য হারিয়ে মাঝপথে ওষুধ সেবন বন্ধ করা যাবে না।
আক্রান্ত জায়গা বেশিক্ষণ ভেজা রাখা যাবে না। এমনকি খুঁটাখুঁটিও করা যাবে না। যারা গৃহিণী, খুব বেশি পানির কাজ করছে, থালা-বাসন মাজছে, তাদের নখের আরেকটি প্রচলিত সমস্যা হলো প্যারোনাইকিয়া। এটা খুব ব্যথাযুক্ত। এই সমস্যা ছত্রাকের কারণেও হতে পারে। তখন দীর্ঘমেয়াদি অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা প্রয়োজন হতে পারে।
- দেশে একদিনে করোনায় ২১ মৃত্যু, নতুন শনাক্ত ১৩৮৩
- দেশে করোনায় আরো ৩২ মৃত্যু, নতুন শনাক্ত ২১৩১
- রোজায় বদ হজম থেকে মুক্তি দেবে ঘরোয়া টোটকা
- বর্ষায় জ্বর-ঠাণ্ডাসহ কাশি ও গলাব্যথা সারানোর উপায়
- দেশে একদিনে আরো ৪৪ মৃত্যু, নতুন আক্রান্ত ২৬১৭
- করোনার সময়ে জরুরি সাহায্য পেতে ফোন করুন
- যে ব্লাড গ্রুপের করোনা আক্রান্তদের শ্বাসকষ্টজনিত সমস্যা বেশি!
- প্রতিদিন খালি পেটে একটি এলাচ খান, তারপর দেখুন ম্যাজিক!
- দেশে করোনায় একদিনে ৩২ মৃত্যু, শনাক্ত ১৪০৭
- যে তিন উপায়ে চীনারা করোনামুক্ত হচ্ছে