চট্টগ্রামে বাবা-ছেলের জীবন সংগ্রাম
সোশ্যাল মিডিয়া ডেস্ক

ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
ছোট থেকেই গুঁড়ি গুঁড়ি পায়ে বাবার হাত ধরে সন্তানেরা হাটা শুরু করে। এরপরে সেই সন্তানকে বড় করে তোলার পেছনের অনেক কষ্ট করে বাবা-মা। কিন্তু জীবন সংগ্রামেও থেমে থাকে না বাবা-মায়ের সেই ভালোবাসা। আর প্রমাণ চট্টগ্রামের একটি ছবি।
বুধবার ফেসবুকে ভাইরাল হয়েছে বাবা-ছেলের একটি ছবি। সেটি দেখে নেট জনতার একটাই মতামত, বাবা বুঝি এমনই হয়। ছবিতে দেখা যায় এক রিক্সাচালক রিক্সা চালাচ্ছেন কিন্তু কোলে গলা জড়িয়ে আছে সন্তান। আর এমন ছবি শেয়ার করতেই সেটি ভাইরাল হতে বেশি সময় লাগেনি।
ছবিটি তুলেছেন উমার মুসান্না। তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে সিএসইর শিক্ষার্থী। ছবিটি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, Sweetest thing you will see today।
ছবিটির ব্যাপারে জানা যায় এটি চট্টগ্রামের আগ্রাবাদ থেকে বড়পুল যাওয়ার পথে তোলা হয়েছে।
- গ্রীষ্মের সকালে হঠাৎ শিশির-কুয়াশা!
- সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো ‘কাঁচা বাদাম’ গান
- মাংস ছেড়ে ঘাস চিবিয়ে খাচ্ছে বাঘ, ভিডিও ভাইরাল
- পিরামিডের সামনে ‘আপত্তিকর’ ফটোশুট, এ যেন ক্লিওপেট্রা
- এবার ঈদ বাজার কাঁপাবে ‘করোনা থ্রি-পিস’
- পদ্মায় জেলেদের জালে ধরা পড়লো বিরল প্রজাতির ডলফিন
- আবার আলোচিত সাংবাদিককে খাবার দেয়া শরণার্থী শিশুর সেই ছবি
- চট্টগ্রামে বাবা-ছেলের জীবন সংগ্রাম
- `ইঞ্জিনিয়ার` পাখির বাসা দেখে মুগ্ধ নেটিজেনরা
- হাজার বছর ধরে গভীর চিন্তায় মগ্ন `থিঙ্কিং ট্রি`