গাড়ি ভাঙচুর: বিএনপির ৫১ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন
নিউজ ডেস্ক

গাড়ি ভাঙচুর: বিএনপির ৫১ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন
পাঁচ বছর আগে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে গাড়ি ভাঙচুরের এক মামলায় আমানউল্লাহ আমানসহ বিএনপির ৫১ নেতা-কর্মীর বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেন এ মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন এবং সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন।
আসামিদের মধ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ সদস্য আমানউল্লাহ আমান ছাড়াও খায়রুল কবির খোকন ও হাবিব-উন-নবী খান সোহেল রয়েছেন। আসামিরা সবাই বর্তমানে জামিনে আছেন।
অভিযোগ গঠনের শুনানিতে নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে থাকা অভিযোগ পড়ে শোনানো হয়। আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে বিচারকের কাছে ন্যায়বিচার চান।
আসামিদের পক্ষে অব্যাহতির আবেদনের শুনানিতে আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার বলেন, এ মামলা ভুয়া, অভিযোগপত্র পক্ষপাতমূলক। আসামিদের অব্যাহতি দেওয়া হোক।
অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আখতারুজ্জামান ভূইয়া লাবু অভিযোগ গঠন করে আসামিদের বিচার শুরুর আর্জি জানান। শুনানি শেষে বিচারক আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
মামলার এজাহারে বলা হয়, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে ২০১৭ সালের ১০ অক্টোবর সকালে রাজধানীর দৈনিক বাংলার ক্রসিংয়ের সামনে বিএনপি নেতা আমানউল্লাহ আমানের নেতৃত্বে নেতা-কর্মীরা মিছিল বের করেন। ঐ সময় তারা যানবাহন ভাঙচুর করেন। পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে বাধা দেওয়ার পাশাপাশি তাদের ওপর হামলাও চালান।
ঐ ঘটনার পরদিন মতিঝিল থানার এসআই শহীদুল ইসলাম বাদী হয়ে বিএনপি নেতা আমান, খোকন, সোহেলসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার এসআই শফিকুল ইসলাম আকন্দ তদন্ত শেষে ৫১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। এর মধ্যে ১৩ জনের নাম মামলার এজাহারে ছিল।
- সুপ্রিম কোর্টের চলতি বছরের অবকাশকালীন ছুটি বাতিল
- নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে শুধু জামিন শুনানি
- পাঁচ মাস পর খুলেছে উচ্চ আদালত
- পাপুলকে ২১ দিন কুয়েতের কারাগারে রাখার নির্দেশ
- পানির দাম বাড়ানোর নিষেধাজ্ঞা চেয়ে রিট
- ভার্চুয়াল কোর্ট: বিচার ব্যবস্থায় যুগান্তকারী পদক্ষেপ
- আজ কারাগার থেকে মুক্তি পাবেন আরো ৩৮৫ বন্দি
- স্কুল-কলেজে শিক্ষার্থীদের কাছ থেকে বেতন আদায় স্থগিত চেয়ে রিট
- বিজিবির ১১৯ মুক্তিযোদ্ধার গেজেট বাতিলের প্রজ্ঞাপন স্থগিত
- স্বল্প সুদে দীর্ঘমেয়াদি ঋণ পাবেন আইনজীবীরা