গাংনীতে বিএনপির মেয়র প্রার্থী ভোটারদের সাড়া পাচ্ছে না
নিউজ ডেস্ক

আসাদুজ্জামান বাবলু
মেহেরপুরে গাংনী পৌরসভার নির্বাচনে ভোটারদের সাড়া পাচ্ছেন না বিএনপি প্রার্থী আসাদুজ্জামান বাবলু। দ্বিতীয় দফায় আগামী ১৬ জানুয়ারি এ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু। তবে বাবলুর বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অপরাধে ১৮টি মামলা রয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে নাশকতা চালানোসহ বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তাই তার নির্বাচনী প্রচারণা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন উপজেলা ও জেলা বিএনপির অধিকাংশ নেতাকর্মী।
বিএনপির একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, গত পৌর নির্বাচনে ধানের শীষের প্রতীক ইনসারুল হক ইনসু ভোট পেয়েছিলেন মাত্র ৭৯৪ ভোট। এবারও সেই আতঙ্কে ভুগছি আমরা। পৌরসভার নাগরিকদের মাঝেও পরিচ্ছন্ন মানসিকতার মেয়র প্রার্থীদের প্রাধান্য বেশি। গাংনীতে বিএনপির মেয়রপ্রার্থী হিসেবে যাকে মনোনয়ন দেয়া হয়েছে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়াও জেলা ও উপজেলায় বিরাজ করছে একাধিক গ্রুপ। ফলে কেউই মাঠে নেই।
জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন বলেন, দলীয় হাইকমান্ডের নির্দেশেই বিএনপি থেকে গাংনী পৌর নির্বাচনে মনোনয়ন পেয়েছেন আসাদুজ্জামান বাবলু। আমরা তার পক্ষেই নির্বাচনী মাঠে আছি। প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি।
- ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ইউএনও ভালুকার সালমা
- “ময়মনসিংহে অনলাইন নার্সারির ই-কমার্স সম্ভাবনা”
- সাবরাং ট্যুরিজম পার্ক নির্মাণে ২ হাজার কোটি টাকার বিনিয়োগ
- মিঠামইনে ‘প্রেসিডেন্ট রিসোর্ট’ এর ভিত্তি প্রস্তর স্থাপন
- ক্রেতা-বিক্রেতায় মুখর ভৈরবের মাছ বাজার
- লক্ষ্মীপুরে উদ্বোধন করা হয়েছে শেখ রাসেল দেয়ালিকা
- ময়মনসিংহ বোর্ডের প্রথম এসএসসি পরীক্ষায় পাশ ৮০.১৩ শতাংশ
- দুর্গাপুর
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা যোদ্ধারা নমুনা সংগ্রহ করছেন - পতিতালয়ের শিশুরা যাবে স্কুলে, থাকবে আবাসিক হোটেলে
- রাজীবপুরে কৃষি অধিদপ্তরের উদ্যোগে কৃষক কৃষাণী প্রশিক্ষণের আয়োজন