করোনার কারণে আত্মগোপনে কিম
অনলাইন ডেস্ক

করোনাভাইরাস থেকে বাঁচতে এপ্রিলের মাঝামাঝি উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন দেশটির নেতা কিম জং উন। এছাড়া তার অবস্থান ও স্বাস্থ্য নিয়েও জল্পনা ছড়ানো হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া।
মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার উত্তর কোরিয়াবিষয়ক মন্ত্রী ইয়োন চুল এ তথ্য জানিয়েছেন। এর আগে গত ১৫ এপ্রিল সরকারি সাধারণ ছুটির দিনে উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা ও দাদা কিম ইল সাংয়ের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন দেশটির নেতা কিম জং উন।
সাংয়ের জন্মবার্ষিকীতে কিম জং উনের অনুপস্থিতির ঘটনা বিরল। এছাড়া সেদিনের পর থেকে জনসম্মুখেও দেখা যায়নি এই নেতাকে। এরপর থেকেই গত কয়েকদিন ধরে তার শারীরিক অবস্থা নিয়ে নানা ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক গণমাধ্যমে।
দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর কোরিয়ায় কোনো ধরনের অস্বাভাবিক কার্যক্রম শনাক্ত করতে পারেননি তারা। এছাড়া কিম জং উনের অসুস্থতার খবর প্রকাশের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনেরও পরামর্শ দিয়েছেন তারা।
দক্ষিণ কোরিয়ার সংসদে দেয়া এক ভাষণে মন্ত্রী ইয়োন চুল বলেন, ক্ষমতায় আসার পর থেকে কিম ইল সাংয়ের জন্মদিনের অনুষ্ঠানে কখনো অনুপস্থিত ছিলেন না কিম জং উন। তবে জানুয়ারির মাঝামাঝি সময় থেকে এখন পর্যন্ত অন্তত দুইবার প্রায় ২০ দিনের মতো দেখা যায়নি কিম জং উনকে। তাই করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির মধ্যে কিমের অনুপস্থিতি বিশেষ অস্বাভাবিক কিছু নয় বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যে, কিম জং উন কি করছেন সে ব্যাপারে তার ভালো ধারণা আছে। কিম সুস্থ আছেন বলেও জানান তিনি। তবে কিমের ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য জানাতে রাজি হননি ট্রাম্প।
এদিকে, উত্তর কোরিয়া দাবি করছে যে, দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত কাউকে শনাক্ত করা যায়নি। এ ভাইরাস প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেয়ার কারণে সেখানে এর প্রকোপ নেই বলেও জানিয়েছে দেশটি।
সূত্র- এনডিটিভি
- সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১১ হাজার
- করোনার তাণ্ডবে প্রাণ গেল ২ লাখ ১১ হাজার মানুষের
- বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ছাড়াল ৩৩ লাখ
- সোনিয়া গান্ধীর হাতেই থাকছে কংগ্রেসের নেতৃত্ব
- প্রথমবারের মতো গোলটেবিল বৈঠক আজারবাইজান-আর্মেনিয়া
- শক্তিশালী ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডব শুরু আজ থেকেই
- করোনার কারণে আত্মগোপনে কিম
- নতুন চিকিৎসা পদ্ধতিতে দৃষ্টিশক্তি ফিরে পাবেন অন্ধরা
- নির্বাচনে হারলেও ক্ষমতা ছাড়তে চান না ট্রাম্প!
- মৃতের সংখ্যা তিন লাখ ৬৭ হাজার ছুঁইছুঁই