ঢাকা, বুধবার   ১৮ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ২ ১৪৩১

কবিতা : বিন্দু থেকে সিন্ধু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:০৭, ২ সেপ্টেম্বর ২০২৪  

কবিতা : বিন্দু থেকে সিন্ধু

কবিতা : বিন্দু থেকে সিন্ধু

বিন্দু থেকে সিন্ধু

কত জীবনে কষ্টের বিন্দু বিন্দু জল গড়ে তোলে সিন্ধু
কত জীবন নিজের ক্ষতগুলো আড়াল করে রাখে
ক্ষতের ওপর সৃষ্ট ক্ষতেও যাতনা প্রকাশ করে না
নাগরিক জীবনে জানালার ফাঁক দিয়ে সিন্ধুতে
সব জলাঞ্জলি দিয়ে কৃত্রিম হেসে বলে দেয়
ভালো আছি, তোমরা স্থির যেন খুব ভালো আছি।

কষ্টের ধারাপাত পড়তে পড়তে যাদের জীবন গড়ায়
তাদের কাছে জীবনের রঙ বলতে বোঝায়
গ্লাসে ভরা পান-অযোগ্য জল
তাদের প্রতিটি দীর্ঘশ্বাসের ভাঁজে ভাঁজে
কত কিছু জমা রেখে আবার নতুন জীবন খোঁজে।

কেউ কেউ জন্ম-জন্মান্তরের জমাটবদ্ধ কষ্টগুলো
লুকিয়ে রেখে নতুন কষ্টগুলো আরও বেশি যত্নে পোষে
পোড় খাওয়া মানুষই কেবল জানে মানুষকে কতটা ভালোবাসলে
তাদের কষ্টগাথাগুলো কীভাবে অমর কবিতা হয়ে ওঠে
মানুষ তো শুধু প্রাণিমাত্র নয়, তবু অসংখ্য মানুষের ভিড়ে
কদাচিৎ মানুষের দেখা মেলে।

সর্বশেষ
জনপ্রিয়