ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনকের জন্মদিন
অনলাইন ডেস্ক

আজ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের (www) জনক টিম বার্নার্স লি’র জন্মদিন। ১৯৫৫ সালের এই দিনে লন্ডনে তিনি জন্মগ্রহণ করেন। টিম বার্নার্স লি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়ামের পরিচালক এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা।
টিম বার্নার্স-লি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে পড়াশোনা করেন এবং তিনি সেখানে প্রথম শ্রেণি অর্জন করেন।
টিম বার্নার্স লি হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল বা এইচটিপির মাধ্যমে প্রথম ইন্টারনেট ওয়েবসাইট তৈরি করেন ১৯৮৯ সালে। যা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব নামে পরিচিতি পায়।
তিনি ১৯৮৯ সালে সার্ন ল্যাবে সফটওয়্যার প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। সার্ন ল্যাব হচ্ছে বৈজ্ঞানিক গবেষণাগার, যেখানে বৈজ্ঞানিক লব্ধ ফলাফলের জন্য যে ডেটাবেজ ব্যবহার করা হতো। তার লক্ষ্য ছিল কীভাবে একটি কম্পিউটারে তথ্য রেখে তা অন্য কম্পিউটার থেকে একসেস করা যায়। এই ধারণা থেকেই ওয়েবের উদ্ভব করেন তিনি।
১৯৯১ সালের ৬ আগস্ট সার্নের ডোমেইন নামে বিশ্বের প্রথম ওয়েবসাইট চালু করেন টিম বার্নার্স-লি।
২০১২ সালে লন্ডনে গ্রীষ্মকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে তাকে সম্মানিত করা হয়। টাইম ম্যাগাজিনে নির্বাচিত ২০ শতকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের তালিকায় রয়েছেন তিনি। রানী দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে লি নাইটহুড উপাধি পান ২০০৪ সালে।
- ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনকের জন্মদিন
- কম্পিউটারে বাংলা প্রচলনের ৩৫ বছর আজ
- এক দশক পর নতুন সংস্করণে উইকিপিডিয়া
- দেশে মোবাইল টাওয়ার থেকে মিলবে ফ্রি ওয়াইফাই
- বছরের ২য় চন্দ্রগ্রহন আজ
- সরকারি উদ্যোগে কোরবানির পশুর ডিজিটাল হাট
- পরিচয়পত্র পাবেন ফ্রিল্যান্সাররা
- শিক্ষার্থীদের বিনামূল্যে ইন্টারনেট দিচ্ছে টেলিটক
- চতুর্থ শিল্প বিপ্লবে যুবকদের দক্ষতায় জোর দেওয়া হচ্ছে: পলক
- সাইবার অপরাধ ঠেকাতে আসছে স্বতন্ত্র থানা