ঢাকা, শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১১ ১৪৩১

এই প্রথম দেশের সরকারি হাসপাতালে ‘টেস্টটিউব শিশুর’ জন্ম

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:১৫, ১৫ সেপ্টেম্বর ২০২৩  

এই প্রথম দেশের সরকারি হাসপাতালে ‘টেস্টটিউব শিশুর’ জন্ম

এই প্রথম দেশের সরকারি হাসপাতালে ‘টেস্টটিউব শিশুর’ জন্ম

দেশের সরকারি কোনো হাসপাতাল হিসেবে এই প্রথম ‘টেস্টটিউব শিশু‘র জন্ম হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। প্রায় তিন সপ্তাহ আগে শিশুটির জন্ম হয়। শিশুটি এখন সুস্থ আছে।গতকাল বৃহস্পতিবার রাতে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক এ তথ্য জানান।

তিনি জানান, বর্তমানে শিশুটি অধ্যাপক ফাতেমা রহমানের তত্ত্বাবধানে রয়েছে। প্রায় তিন সপ্তাহ আগে শিশুটির জন্ম হয়েছে। শিশুটি এখন সুস্থ আছে। সবার উপস্থিতিতে শিশুটির কথা আনুষ্ঠানিকভাবে জানানোর চিন্তা-ভাবনা আছে বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, বাংলাদেশে সর্ব প্রথম টেস্টটিউব শিশুর জন্ম হয় ২০০১ সালে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। এরপর একাধিক বেসরকারি প্রতিষ্ঠানে এ ধরনের শিশুর জন্ম হয়েছে। সরকারি প্রতিষ্ঠানের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই প্রথম এ ধরনের কোনো শিশুর জন্ম হলো।

সর্বশেষ
জনপ্রিয়