ঈদের আগেই উপবৃত্তি পাচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীরা
নিউজ ডেস্ক

দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা টানা ছয় মাসের বকেয়া উপবৃত্তির অর্থ পেতে যাচ্ছে। করোনাভাইরাসের সংকটের কারণে ঈদের আগেই পরপর টানা ছয় মাসের টাকা পাবে ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থী। এর পাশাপাশি পাচ্ছে জামা, জুতা ও ব্যাগ। প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে এরইমধ্যে এ অর্থ ছাড়ের আদেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান প্রকল্পের (তৃতীয় পর্যায়) পরিচালক যুগ্মসচিব মো. ইউসুফ আলী এ কথা জানিয়ে সারাদেশের সব উপজেলা শিক্ষা অফিসারকে পত্র দিয়েছেন। সেখানে তিনি আগামী ১৪ মে’র মধ্যে উপবৃত্তির তৃতীয় ও চতুর্থ কিস্তির অর্থ বিতরণের জন্য সুবিধাভোগীর তালিকা রুপালী ব্যাংকের শিওর ক্যাশের পোর্টালে আপলোডের জন্য উপজেলা শিক্ষা অফিসারদের নির্দেশ দিয়েছেন।
চিঠিতে বলা হয়, সদাশয় সরকার রমজানের ঈদের আগেই উপবৃত্তির অর্থ সুবিধাভোগীদের মোবাইলে পাঠাতে চায়। ১৪ মে’র মধ্যে উপবৃত্তির সুবিধাভোগীর তালিকা রূপালী ব্যাংকের শিওর ক্যাশের পোর্টালে আপলোডে ব্যর্থ হলে সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকল্প পরিচালকের এ চিঠিতে আরো জানানো হয়, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুসারে, এ প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জামা, জুতা ও ব্যাগ কেনার জন্য এক হাজার টাকা করে কিট অ্যালাউন্সও একইসঙ্গে দেয়া হবে।
প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, প্রতি কিস্তিতে তিন মাসের অর্থ একসঙ্গে দেয়া হয়। এবার ছয় মাস বকেয়া থাকায় ২০১৯-২০২০ অর্থবছরের তৃতীয় ও চতুর্থ কিস্তির টাকা একসঙ্গে দেয়া হচ্ছে।
প্রকল্পের মেয়াদ গত ডিসেম্বরে শেষ হয়ে যায়। সারাদেশের প্রাথমিক শিক্ষার্থীরা গত অক্টোবর থেকে উপবৃত্তির অর্থ থেকে বঞ্চিত হচ্ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত হস্তক্ষেপে শিক্ষার্থীরা এবার এই অর্থ পাচ্ছে। করোনার এই দুর্দিনে দরিদ্র শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ পাওয়ার সুবিধার জন্য গত সপ্তাহে প্রধানমন্ত্রী এই প্রকল্পের মেয়াদ আগামী জুন মাস পর্যন্ত বাড়িয়েছেন।
এই উপবৃত্তি চালু হয়েছিল সব শিশুকে বিদ্যালয়ে নিয়ে আসা ও তাদের ঝরে পড়া রোধের জন্য। এছাড়াও জাতির জনকের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে নতুন জামা, ব্যাগ ও জুতা কেনার জন্য শিক্ষার্থী প্রতি ৫০০ টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গত জানুয়ারিতে এই ঘোষণা দেয়া হয়। এ অর্থ ছাত্র-ছাত্রীরা পায়নি এতদিন। এখন তা বাড়িয়ে এক হাজার টাকা নির্ধারণ করে অর্থ ছাড় করা হলো।
- সরকারি প্রাথমিকের সব শিশু পাবে মিড-ডে মিল
- ঈদের আগেই উপবৃত্তি পাচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীরা
- মোবাইলে সহজে এসএসসির ফল পেতে যেভাবে নিবন্ধন করবেন
- নবম শ্রেণির শিক্ষার্থীদের সুখবর জানালো ঢাকা শিক্ষাবোর্ড
- এইচএসসিতে মূল্যায়নে জিপিএ-৫ পাবেন যারা
- করোনা সংকটে স্কুলের বেতন-ফি’র চাপে দিশেহারা অভিভাবক
- এসএসসির ফল পুনঃনিরীক্ষার আবেদন যেভাবে করবেন
- এমপিও কোড পেলো মাদরাসা-কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান
- শিগগিরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার খবর গুজব: সচিব
- যেভাবে এইচএসসির ফল নির্ধারণ হবে