ঢাকা, মঙ্গলবার   ২৬ সেপ্টেম্বর ২০২৩ ||  আশ্বিন ১১ ১৪৩০

ইসলাম ছেলেদের লম্বা চুল রাখা বিষয়ে কি বলে?

ধর্ম ডেস্ক

প্রকাশিত: ১২:৪৯, ১৭ নভেম্বর ২০২১  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ফ্যাশন-সচেতন তরুণেরা এখন অনেকেই লম্বা চুলের স্টাইল পছন্দ করছেন। ছেলেদের লম্বা চুল মানেই যেন বোহিমিয়ান ভাব, চিটচিটে ময়লা চুলে একটা ঝুঁটি করে রাখা। এ  ধরনের চুল রাখলে সমাজের অনেকেই কটাক্ষ করা থাকে।

অনেকের প্রশ্ন, ছেলেরা চুল কতটুকু বড় রাখতে পারবে? প্রথমেই বলে রাখা ভালো, অনেকেই লম্বা চুলকে বাবরি চুল বলে থাকেন। তবে বাবরি চুল বলতে কিছুই নেই ইসলামে। এটা সমাজে প্রচলিত হয়ে গেছে, কিন্তু এর কোনো ভিত্তি নেই।

রাসুল (সা.)-এর সময়কালে ছেলেরা তিন ধরনের চুল রাখতো। এগুলো হলো—লিম্মা, জুম্মা আর ওফরা। এর মধ্যে একটি হলো কান বরাবর, আরেকটি তার চেয়ে ছোট করে, আর ওফরা হলো কাঁধ বরাবর।

কেউ যদি কাঁধ বরাবর রাখতে চান, সেটা হারাম বা নিষিদ্ধ নয়। এটি জায়েজ আছে। নিজের সমাজের প্রচলিত নিয়ম অনুযায়ী রাখাটাই উচিত।

সর্বশেষ
জনপ্রিয়