আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের যাত্রা শুরু
নিউজ ডেস্ক

ছবি: সংগৃহীত
নিজস্ব ভবনে যাত্রা শুরু করলো আরএমপির সাইবার ক্রাইম ইউনিট অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার। গত রোববার (১৬ জানুয়ারি) মহানগরীর সিএন্ডবি মোড়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় আবু কালাম সিদ্দিক বলেন, ‘প্রযুক্তি নির্ভর অপরাধ কমাতে ও প্রযুক্তির মাধ্যমে অপরাধীকে গ্রেফতার করতে সাইবার ক্রাইম ইউনিট চালু করা হয়েছে।’
তিনি বলেন, ‘গত এক বছরে সাইবার ক্রাইম ইউনিট এক হাজার ৪০৫ অভিযোগের মধ্যে এক হাজার ৩৩৫ অভিযোগ নিষ্পত্তি করেছে। এরমধ্যে নারীদের বিভিন্ন স্পর্শকাতর ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্লাকমেইল করা, ফেসবুক একাউন্ট হ্যাক করা, বিভিন্ন ভুয়া ম্যাসেঞ্জারের মাধ্যমে পর্ণো ছবি ও ভিডিও পাঠানোর মত প্রায় ৩৬০টিরও অধিক অভিযোগের দ্রুত নিষ্পত্তি করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সাইবার অপরাধ ও অপরাধী শনাক্তে আরএমপির এ ইউনিটটি বেশ কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে রাজশাহী মহানগরবাসীর জনপ্রত্যাশা পূরণ তথা জনসন্তুষ্টি অর্জন করতেও সক্ষম হবে আরএমপির সাইবার ক্রাইম ইউনিট।’
এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মজিদ আলী, উপ-পুলিশ কমিশনার (সদর) রশীদুল হাসান ও বোয়ালিয়া জোনের উপ-পুলিশ কমিশনার সাজিদ হোসেন, মহানগর গোয়েন্দা শাখার উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল, আরএমপির নগর মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুসসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
- ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ইউএনও ভালুকার সালমা
- “ময়মনসিংহে অনলাইন নার্সারির ই-কমার্স সম্ভাবনা”
- সাবরাং ট্যুরিজম পার্ক নির্মাণে ২ হাজার কোটি টাকার বিনিয়োগ
- মিঠামইনে ‘প্রেসিডেন্ট রিসোর্ট’ এর ভিত্তি প্রস্তর স্থাপন
- ক্রেতা-বিক্রেতায় মুখর ভৈরবের মাছ বাজার
- লক্ষ্মীপুরে উদ্বোধন করা হয়েছে শেখ রাসেল দেয়ালিকা
- ময়মনসিংহ বোর্ডের প্রথম এসএসসি পরীক্ষায় পাশ ৮০.১৩ শতাংশ
- দুর্গাপুর
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা যোদ্ধারা নমুনা সংগ্রহ করছেন - পতিতালয়ের শিশুরা যাবে স্কুলে, থাকবে আবাসিক হোটেলে
- রাজীবপুরে কৃষি অধিদপ্তরের উদ্যোগে কৃষক কৃষাণী প্রশিক্ষণের আয়োজন