ঢাকা, বুধবার   ১৮ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ২ ১৪৩১

আন্তর্জাতিক পরিবেশ রক্ষায় সবাইকে একত্রে কাজ করতে হবে : রিজওয়ানা হাসান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:২১, ৪ সেপ্টেম্বর ২০২৪  

অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আন্তর্জাতিক নদী, বন ও জলাভূমি রক্ষায় দেশগুলোকে একত্রে কাজ করতে হবে। এক্ষেত্রে নিশ্চিত করতে হবে ন্যায় বিচার। 

তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ও দূষণের জন্য দায়ী দেশগুলোকে ক্ষতিপূরণের আওতায় আনতে হবে। জীববৈচিত্র্য রক্ষায় আমাদের হতে হবে প্রকৃতিকেন্দ্রিক এবং কথা বলতে হবে প্রকৃতির অধিকার নিয়ে।

মঙ্গলবার থাইল্যান্ডের ব্যাংককে ‘রিইমাজিনিং কনজারভেশন ইন এশিয়া: এ নেচার পজিটিভ ফিউচার’ প্রতিপাদ্যে অষ্টম আইইউসিএন রিজিওনাল কনজারভেশন ফোরামে পরিবেশ উপদেষ্টা এ কথা বলেন। 

অনুষ্ঠানে আইইউসিএন আগামী ২০ বছরের ভিশন ও কর্মপরিকল্পনা উপস্থাপন করেছে। পরিবেশ উপদেষ্টা বলেন, উন্নয়ন ও পরিবেশের বিরোধিতার ধারণা সঠিক নয়। আইইউসিএন উপস্থাপিত ভিশন অর্জিত হলে এটি প্রমাণিত হবে। তিনি ২০ বছরের ভিশনকে নিয়মিত আপডেট করার প্রস্তাব করেন এবং সব পরিকল্পনায় তরুণদের অন্তর্ভুক্ত করার গুরুত্ব তুলে ধরেন।

এ অনুষ্ঠান বৃহস্পতিবার পর্যন্ত চলবে। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পরিবেশ উপদেষ্টা। প্রতিনিধি দলে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল আব্দুল্লাহ হারুনও রয়েছেন।

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়