আজ সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী
নিউজ ডেস্ক

আজ সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী ও সুপ্রিম কোর্ট দিবস আজ। ১৯৭২ সালের এই দিনে কার্যক্রম শুরু করে সুপ্রিম কোর্ট। ২০১৭ সালের অক্টোবরে সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় প্রতি বছরের ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট দিবস পালনের সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। এরপর থেকে প্রতি বছর ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট দিবস পালিত হয়ে আসছে।
এ বছর দিবসটি পালন উপলক্ষে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনের এক বছরের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে নির্বাচিত প্রতিনিধিরা সংবিধানের খসড়া প্রস্তুত করেন। এটি ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয় এবং একই বছরের ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হয়। সংবিধানের অধীনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট যাত্রা শুরু করে।
সংবিধান ও সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে ১৭ ও ১৮ ডিসেম্বর দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারা জানান, আজ রবিবার বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি মুকেশকুমার রাসিকভাই শাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।
তথ্যচিত্র প্রদর্শনীর মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। এতে সংবিধান ও সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে স্মারক নোট ও ডাকটিকিট অবমুক্তকরণ, সুপ্রিম কোর্ট কর্তৃক প্রকাশিত স্মারক প্রকাশনা ‘৫০ বছরের পথচলায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট’ এর মোড়ক উন্মোচন এবং ‘প্রধান বিচারপতি পদক’ বিতরণ ও ডিজিটাল ড্যাশবোর্ড হস্তান্তর করা হবে।
- সুপ্রিম কোর্টের চলতি বছরের অবকাশকালীন ছুটি বাতিল
- পাপুলকে ২১ দিন কুয়েতের কারাগারে রাখার নির্দেশ
- পাঁচ মাস পর খুলেছে উচ্চ আদালত
- নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে শুধু জামিন শুনানি
- পানির দাম বাড়ানোর নিষেধাজ্ঞা চেয়ে রিট
- ভার্চুয়াল কোর্ট: বিচার ব্যবস্থায় যুগান্তকারী পদক্ষেপ
- আজ কারাগার থেকে মুক্তি পাবেন আরো ৩৮৫ বন্দি
- স্কুল-কলেজে শিক্ষার্থীদের কাছ থেকে বেতন আদায় স্থগিত চেয়ে রিট
- স্বল্প সুদে দীর্ঘমেয়াদি ঋণ পাবেন আইনজীবীরা
- বিজিবির ১১৯ মুক্তিযোদ্ধার গেজেট বাতিলের প্রজ্ঞাপন স্থগিত