অন্যতম শীর্ষ করদাতার স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ
বাণিজ্য ডেস্ক

অন্যতম শীর্ষ করদাতার স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ
২০২১-২২ অর্থবছরের অন্যতম শীর্ষ করদাতা হিসেবে বিএটি বাংলাদেশকে সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) আয়কর বিভাগ। আয়কর প্রদানে অবদান রাখায় ‘ম্যানুফ্যাকচারিং’ বিভাগে বিএটি বাংলাদেশকে এই স্বীকৃতি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার এক অনুষ্ঠানে বিএটি বাংলাদেশের ফিন্যান্স ডিরেক্টর আমান মুস্তাফিজ ও এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিভাগের প্রধান শেখ শাবাব আহমেদের হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেয়া হয়। সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি এনবিআরের সদস্য শাহীন আক্তার।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) এর ইনকাম ট্যাক্স বিভাগের কমিশনার ইকবাল হোসেন।
২০২১-২২ অর্থবছরে বিএটি বাংলাদেশ বিগত অর্থবছরের তুলনায় প্রায় ৮ শতাংশেরও বেশি টাকা আয়কর হিসেবে সরকারি কোষাগারে প্রদান করেছে। কোম্পানিটি প্রতি বছর দেশের মোট অভ্যন্তরীণ রাজস্বে প্রায় ১০শতাংশ অবদান রাখে।
আয়কর ছাড়াও শুধুমাত্র গত অর্থবছরে বিএটি বাংলাদেশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং সম্পূরক শুল্ক (এসডি) বাবদ জাতীয় কোষাগারে প্রায় ২৫ হাজার ৭৮৩ কোটি টাকা জমা দিয়েছে।
- প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় করোনায়ও সচল অর্থনীতি
- ডিএসইর লেনদেন সাড়ে ১১শ কোটি টাকা ছাড়াল
- ১১শ` কোটি টাকা ব্যয়ে কেনা হচ্ছে রেলের নতুন বগি ও ইঞ্জিন
- দেশেই বাজাজের অটোরিকশা তৈরি করবে রানার
- বাংলাদেশকে ৮৬০ কোটি টাকা দিচ্ছে এডিবি
- সম্ভাবনাময় ই-কমার্স ॥ অর্থনীতি ঘুরে দাঁড়াতে সক্ষম হবে
- এবারের বাণিজ্য মেলা হতে পারে অনলাইনে
- আরেকটি নতুন মাইলফলকের পথে রিজার্ভ
- পুঁজিবাজারে লেনদেন ১০ মে চালু
- পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন