ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

দেশে প্রথম গ্রিন বন্ড অনুমোদন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৪৩, ৮ এপ্রিল ২০২১  

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দেশে প্রথমবারের মতো গ্রিন বন্ডের অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার কমিশনের ৭৬৯ তম সভায় সাজেদা ফাউন্ডেশনকে ১০০ কোটি টাকার গ্রিন বন্ড অনুমোদন দেয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, সাজিদা ফাউন্ডেশনের ১০০ কোটি টাকার দুই বছর মেয়াদী আনসিকিউরড, নন-কনভারটিবল, সম্পূর্ণরূপে অবসায়নযোগ্য প্রথম গ্রিন জিরো কপন বন্ডের প্রস্তাব অনুমোদন করা হয়েছে বিএসইসির কমিশন সভায়। বন্ডটি আর্থিক প্রতিষ্ঠান ইন্সুরেন্স কোম্পানি, কর্পোরেট ও উচ্চ সম্পদশালী ব্যক্তিদের প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা।

সর্বশেষ
জনপ্রিয়